করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, হাসপাতালে ভর্তি

0
1

তমোনাশ ঘোষ, সুজিত বসুর পর করোনা সংক্রমিত পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

দিন কয়েক আগে করোনা সংক্রমণ ধরা পড়েছিলো ছেলের। এবার করোনা আঘাত হেনেছে বিধায়ক- বাবার শরীরেও। বিধায়ক-পুত্রের করোনা সংক্রমণ ধরা পড়ার পর গোটা পরিবারেরই করোনা পরীক্ষা করা হয়েছিল। তাতেই ধরা পড়েছে নির্মল ঘোষের করোনা। পরিবারের বাকি সবার রিপোর্ট নেগেটিভ। নির্মলবাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।