লাদাখে যুদ্ধ শুরু ? ভারত- চিন রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জওয়ান, ১ কর্নেলের মৃত্যু

0
1

ভারত-চিন স্নায়ুযুদ্ধ অতীত, শুরু হয়ে গিয়েছে সরাসরি সংঘর্ষ।

সোমবার লাদাখে ভারত- চিনের তুমুল যুদ্ধে ভারতের ২ জওয়ান এবং এক কর্নেলের মৃত্যু হয়েছে। এমনই তথ্য প্রকাশ করলো ভারতীয় সেনা। সেনার বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সোমবার দিন-রাতজুড়েই মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভারত ও চিন সেনার।১৯৭৫ সালের পরে এই প্রথম চিনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনার মৃ্ত্যু হল।

এদিকে, সেনার তরফে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণের পথ কী, তা নিয়েই এখন আলোচনা হচ্ছে।

সেনার তরফে এদিনের বিবৃতিতে বলা হয়েছে, গলওয়ান উপত্যকায় উত্তেজনা কমানোর প্রক্রিয়া চলছিল। তাঁর মধ্যেই এই ঘটনা ঘটে যায়। এপ্রিল মাস থেকেই স্নায়ুযুদ্ধ চলছে লাদাখ সীমান্তে। ভারত-চিন দু’পক্ষই দফায় দফায় সেনা মজুত করেছে সীমান্তে। প্যাংগং অঞ্চলে একদফা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কয়েক আগে। তবে সেদিন কোনও মৃত্যুর খবর আসেনি।