জুলাইতে মাধ্যমিকের ফল প্রকাশ অনিশ্চিত, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

0
1

করোনা আবহে জুলাইতে মাধ্যমিকের ফল প্রকাশ অনিশ্চিত। এমনটাই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাইয়ে ফল প্রকাশ নিয়ে উদ্বেগ খোদ শিক্ষামন্ত্রীর গলায়। অন্যদিকে এখনও উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা বাকি। পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার।

সূত্রের খবর, জুলাই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা। এদিকে করোনা আবহে জুলাই মাসেও স্কুল খোলা অনিশ্চিত। এই অবস্থায় ফল প্রকাশ হলে কী করবে পড়ুয়ারা। সেই প্রশ্ন উঠে আসছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। রেজাল্ট বেরোলে কী করবে পড়ুয়ারা। তারা কোথায় যাবে। মার্কশিট তার কাছে কী করে পৌঁছবে। এটা একটা জটিল প্রক্রিয়া।” এদিকে বাকি রয়েছে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। ২, ৬, ৮ জুলাই পরীক্ষা হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ” পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”