নভেল করোনাভাইরাসের প্রথম পর্যায়ের ধাক্কা অব্যাহত। এরইমধ্যে দ্বিতীয়বার ভাইরাস সংক্রমণ হলে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে সে চিন্তাতেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেজিংয়ে নতুন করে ভাইরাসের সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে। একইভাবে আতঙ্কিত আমেরিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, গত দু’সপ্তাহ ধরে সারাবিশ্বে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বেড়ে চলেছে। ১৫ দিন ধরে প্রায় প্রতিদিনই এক লক্ষের বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। হু এর অনুমান দ্বিতীয় একটা ধাক্কা আসতে পারে। তাই এখনই সতর্ক হতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত বছর ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস সংক্রমণের হদিশ মেলে চিনে। ভাইরাসের দাপট কাটিয়ে সেরে উঠেছিল চিন। কিন্তু গত কয়েক দিনে সেদেশে নতুন করে কোপ বসাতে শুরু করেছে করোনা। অন্তত ১০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে খবর। কাঁচা মাছ-মাংস এমনকী স্যামন মাছ থেকেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। নতুন করে আক্রান্তের জেরে বেজিংয়ের অন্যতম বড় সুপার মার্কেট জিনফাদি বাজারের নাম জড়িয়েছে। দেশের রাজধানীতে জারি করা হয়েছে লকডাউন। যদিও স্যামন মাছই করোনার উৎস কিনা সেটা এখনও নিশ্চিত নয় হু। সি-ফুড বাজারগুলিতে নজর রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।





























































































































