একনজরে বাংলার করোনা আপডেট

0
1

➡️ মোট অ্যাক্টিভ কেস – ৫,৩৮৬

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৬,০২৮ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৫৩৪ জন)

➡️ ছাড়া পাওয়ার হার – ৫০.৬১% (এখনও পর্যন্ত সব চেয়ে ভালো)

➡️ নতুন পজিটিভ কেস – ৪১৫ (গতকাল ছিল ৪০৭)

➡️ মোট টেস্ট হয়েছে – ৩.৫১ লক্ষ

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৮,৫১২

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৩৯%

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ৩,৯০৮ (চার সপ্তাহ আগে যা ছিল ১,১৩৬)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ৪৯৫ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০)

➡️ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি এক কোটি জনসংখ্যায় কোভিড আক্রান্তের সাম্প্রতিক সংখ্যা। পশ্চিমবঙ্গে এখনও আক্রান্তের সংখ্যা কম।

একটি গ্রাফিক রইলো আপনাদের সকলের জন্য