গুরুত্বপূর্ণরাজ্য নতুন ছয় চিটফাণ্ডের বিরুদ্ধে সিবিআইর এফ আই আর By EBBS Desk - June 16, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp নতুন করে ছটি চিট ফান্ডের বিরুদ্ধে এফ আই আর করেছে সিবিআই। ছটিই পশ্চিমবঙ্গের। করোনাআবহের মধ্যেও সিবিআইর এই তৎপরতা তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এই ছটি সংস্থার সম্পর্কে কোম্পানিগত তথ্যসংগ্রহের পাশাপাশি বৃহত্তর ষড়যন্ত্রের দিকগুলিও খতিয়ে দেখা হবে।