নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য, উদ্বেগে অনুগামীরা

0
1

ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক অশোক ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে আজ, মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে। পরিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য-এর। আজ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুদিন আগে অসুস্থতা বোধ করায় করোনা সন্দেহে স্যোয়াব টেস্ট করা হয়েছিল অশোক ভট্টাচার্য-এর। যদিও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ, মঙ্গলবার দুপুরে নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই খবর চাউর হওয়ার পর তাঁর পার্টি কর্মী ও অনুগামীরা অশোকবাবুকে নিয়ে বেশ উদ্বিগ্ন বলেই জানা যাচ্ছে। বাম আমলের রাজ্যের এই প্রাক্তন মন্ত্ৰী শিলিগুড়িতে খুবই জনপ্রিয় একজন নেতা হিসেবেই পরিচিত।

ইতিমধ্যেই বেশকিছু টেস্ট করা হয়েছে অশোক ভট্টাচার্য-এর। হাসপাতাল সূত্রে খবর, সেই রিপোর্টে ইউরিন ইনফেকশন ধরা পড়েছে অশোকবাবুর। আপাতত কিছুদিন তাঁকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।