ফের করোনা আক্রান্ত পুলিশের দুই কনস্টেবল। বিধাননগর উত্তর থানার দুই কনস্টেবল করোনায় আক্রান্ত হলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে তাঁরা জ্বর, সর্দি, গলাব্যথায় ভুগছিলেন। তিনদিন আগে কোভিড টেস্ট করতে দেন। আজ, সোমবার তাঁদের রিপোর্ট পিজিটিভ আসে। তাঁদের সঙ্গে কাজ করা আরও দুই সহকর্মীকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।