সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি মুছে সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম থেকে অবিলম্বে মুছে ফেলার আবেদন জানালো মহারাষ্ট্র পুলিশ । গতকাল মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারকার শবদেহের ছবি। পরনে টি-শার্ট আর শর্টস। গলায় গাঢ় লাল ফাঁসের দাগ। চোখগুলো বুজে আসছে। অভিনেতার মৃতদেহের এই ছবি প্রথমে ট্যুইটারে আসে, তারপর সেখান থেকেই ছড়িয়ে পড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। মূহুর্তে গোটা দেশে সেই ছবি ভাইরাল হয়ে যায়। সুশান্তর শবের ওই ছবি ‘অস্বস্তিকর’, তাই তা ফরোয়ার্ড না করার জন্য নেটিজেনদের রীতিমতো সতর্ক করল মহারাষ্ট্র পুলিশ। যারা এই নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে সাইবার আইনে কড়া ব্যবস্থা তাঁরা।
একটি টুইটে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, “সম্প্রতি একটা অস্বস্তিকর প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেখানে দেদার শেয়ার করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি। এই ছবি ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আদালতের নির্দেশ অনুযায়ীই কড়া ব্যবস্থা নেওয়া হবে।” যাদের কাছে সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহের ওই ছবি রয়েছে তা ডিলিট করে দেওয়ার কথাও লেখা হয়েছে ওই টুইটে।
Home গুরুত্বপূর্ণ অভিনেতার মৃতদেহের ছবি ডিলিটের নির্দেশ, সাইবার আইনে কড়া শাস্তির নিদান মহারাষ্ট্র পুলিশের
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.