পুকুর খননের কাজ চলছিল। কিছুক্ষণ খোঁড়ার পরই অবাক কর্মীরা! পুকুর থেকে বেরিয়ে এলো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। রবিবার দুপুর নাগাদ মূর্তিটি উদ্ধার হয়, হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের নারাদিঘি এলাকা থেকে। মূর্তিটির উচ্চতা প্রায় এক ফুট বলে জানা গিয়েছে।
পুকুর খননের সময় মাটির নিচ থেকে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হল হেমতাবাদে ।
স্থানীয়রা জানিয়েছেন, একটি পুরনো পুকুর সংস্কারের জন্য খননের সময় মাটির নীচ থেকে মুর্তিটি পায় শ্রমিকরা । মুর্তিটি এক ফুট উচ্চতার । পায়ের নিচের অংশ ভাঙা । কালো পাথরে বিষ্ণু মূর্তিটিতে বিভিন্ন নিদর্শন খোদাই করা রয়েছে । হেমতাবাদ থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে ।
মূর্তি উদ্ধার প্রসঙ্গে জেলার ইতিহাসতত্ববিদ বৃন্দাবন ঘোষ বলেন , প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি হাজার বছরের পুরনো । কালো পাথরের উপর খোদাই করে বিষ্ণুর রুপ ফুটিয়ে তোলা হয়েছে ৷