চাঞ্চল্যকর দাবি তোলা হলো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে৷ এই মৃত্যুকে পরিবারের অনেকেই আত্মহত্যা বলে মানতে নারাজ৷ এই “রহস্য মৃত্যু”-র CBI পর্যায়ে তদন্ত দাবি করা হয়েছে৷
রবিবার মুম্বইয়ের বাড়িতে আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের বাড়ির এক পরিচারক পুলিসে খবর দেন। অভিনেতার আত্মহত্যার খবর পেয়ে সেখানে যায় মুম্বই পুলিসের একটি দল। এরপর সুশান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বান্দ্রার একটি হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর সুশান্তের মৃত্যুর পরবর্তী তদন্ত করা হবে বলে পুলিসের তরফে জানানো হয়। তবে পুলিশ বলেছে, সুশান্ত অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও করাচ্ছিলেন অবসাদের। তাই অবসাদের জেরেই সুশান্ত আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিস।
কিন্তু পুলিসের দাবি কার্যত উড়িয়ে সুশান্তের মামা দাবি করেছেন, সুশান্তকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। সেই কারণেই CBI তদন্তের দাবি করেছেন সুশান্ত সিং রাজপুতের মামা।
