সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! হবে ভিসেরা পরীক্ষাও

0
1

মিলল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট। শ্বাসরোধ হয়ে মৃত্যু। দড়ি দিয়ে আত্মহত্যার পাশাপাশি রিপোর্টে উল্লেখ রয়েছে বালিশ জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনার কথাও। মুম্বই পুলিশের ডিসিপি জানান, সুশান্তের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট বান্দ্রা থানায় জমা পড়েছে।

কী আছে রিপোর্টে?

• শ্বাসরোধ হয়ে মৃত্যু

• হয় গলায় দড়ির জেরে শ্বাসরোধ অথবা মুখে বালিশজাতীয় কিছু চাপা দিয়ে শ্বাসরোধ

পেটে থাকা খাদ্যের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।দু-তিন দিনের মধ্যে চলে আসবে সেই রিপোর্ট৷ তারপরেই মৃত্যু সম্পর্কে আরও স্পষ্টভাবে জানানো যাবে। তবে এদিন শ্মশানে শেষকৃত্যের সময় সুশান্তের মামা দাবি করেন, তিনি আত্মহত্যা করতে পারেন না। নিঃসন্দেহে তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এখন সবটাই নির্ভর করছে ভিসেরা রিপোর্টের উপর। শেষকৃত্যের পরে সুশান্তের ফ্ল্যাটে যায় ফরেনসিক দলও।