বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত শেষ হয়েছে। গতকাল থেকে তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা হয়েছে। আত্মহত্যা নাকি খুন? জল্পনা চলেছে দিনভর। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও সুশান্তের পরিবারের তরফে এই মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করা হয়েছিল। এবার সামনে এলো পোস্টমর্টেম রিপোর্ট।
জাতীয় সংবাদ মাধ্যমগুলির প্রকাশিত খবর অনুযায়ী,
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন। ময়না তদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাতপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পোস্টমর্টেম শেষে যে ডাক্তার ময়না তদন্ত করেছেন, তিনি জানিয়েছেন সুশান্তের শরীরে কোনও ড্রাগ বা লিভারে আলকোহল কিংবা বিষজাতীয় কিছু রয়েছে কিনা তা জে জে হাসপাতালে পরীক্ষা করা হবে। তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলিউড অভিনেতা মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে।






























































































































