নিখিল বঙ্গ কল্যাণ সমিতি। দক্ষিণ চব্বিশ পরগণার একটি সমাজকল্যাণমূলক সংস্থা।
এখানেই আছে পোষ্যদের সমাধিস্থল।
এখানেই আশ্রয় দেওয়া হয় অনাথ শিশুদের। তা সে মানুষ হোক কিংবা অবলা প্রাণী।
এখানকার কর্মীও অনেক।
এক বিরল ঘরানার সেবা প্রতিষ্ঠান।
সংস্থাটি আমফান ঝড়ে বিধ্বস্ত হয়েছিল।
এখন এখানে কোভিড সতর্কতার জন্য স্যানিজাইজার, মাস্ক, গ্লাভস পাঠালেন সমাজসেবী ও পশুপ্রেমী সজল ঘোষ। ফলে সেখানকার কর্মী ও আবাসিক সকলেই এগুলি ব্যবহার করতে পারবেন।




























































































































