স্বপন সভাপতি, মুকুল রেলমন্ত্রী? জল্পনা ছড়াচ্ছে

0
1

বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য বিজেপিতে কি বড়সড় বদল আসছে?

মুকুল রায়ের শিবিরের কাছে খবর এরকমই।
এই সূত্র বলছে, সেপ্টেম্বরে কেন্দ্রে মন্ত্রিসভায় রদবদল। এখনকার রেলমন্ত্রী পীযূষ গয়াল যাবেন অর্থমন্ত্রকে।
মুকুল রায় রেলের পূর্ণমন্ত্রী হবেন। তাঁকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় আনা হবে। মুকুলকে রেলমন্ত্রী করা হলেই বাংলায় শাসক দলের উপর চাপ বাড়ানো যাবে বলে দিল্লি মনে করছে।
এদিকে রাজ্য বিজেপি সভাপতি হবেন সাংসদ স্বপন দাশগুপ্ত। দিলীপ ঘোষকে সর্বভারতীয় কোনো দায়িত্ব দেওয়া হবে।
এই গোটা বিষয়টিই মুকুলশিবিরে জোরালো চর্চায়। তবে বিজেপির দলীয় সূত্রে এ নিয়ে কিছু জানা যায়নি। শুধু এটুকু বলা হচ্ছে, বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সর্বশক্তিতে নামবে বিজেপি।