করোনা রুখতে পুলিশের হাতিয়ার ভেষজ ক্বাথ !

0
1

বন্দুক, লাঠি-এর সঙ্গে এবার পুলিশের অস্ত্র তুলসী, দারচিনি, আদা, গোলমরিচ ! অবাক হবেন না । ঠিকই পড়ছেন। নতুন এই দাওয়াই দিয়েই এবার করোনা রুখবে রাজ্য পুলিশ। একটি ভেষজ ওষুধ প্রস্তুতকারক সংস্থা এইসব দিয়েই তৈরি করেছে পাচন বা ভেষজ ক্বাথ। আর এই ভেষজ ক্বাথই পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের অস্ত্রাগারে।

ইতিমধ্যেই কেনা হয়েছে প্রায় পাঁচ হাজার বোতল ক্বাথ। করোনা যুদ্ধে থাকা বাহিনীকে এই ক্বাথ দেওয়া হচ্ছে আরও ১০ হাজার বোতল কেনা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর। পুলিশ কর্মীদের মধ্যে বাড়ছে করনা সংক্রমণ ইতিমধ্যেই প্রায় ২৫৬ জন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন বেলেঘাটা থানা থেকে পূর্ব কলকাতার আনন্দপুর থানা একের পর এক থানার পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে ।

গত শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন পুলিশকর্মী। এইভাবে করোনা সংক্রমিত হওয়ার ফলে চিন্তায় পড়েছেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। তাঁদের নির্দেশেই এই ভেষজ ক্বাথ ব্যবহার করছেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জেলার সমস্ত থানার ওসিদের এই ক্বাথ এবং দুধ হলুদ খাওয়ার নির্দেশ দিয়েছেন।