ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে আমডাঙায় আমফান ক্ষতিগ্রস্তদের জাতীয় সড়ক অবরোধ

0
1

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার একটি বড় অংশ। প্রায় ২৫দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও অনেক জায়গায় মেলেনি সরকারী সাহায্য কিংবা ত্রাণ। যা নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছে।

আজ, সোমবার আমডাঙার মরিচা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরাও। গ্রামবাসীদের দাবি, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না।

পাশাপাশি, প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকেরা আমফান ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এনে মরিচা পঞ্চায়েত ঘেরাও শুরু করে। ঘটনাস্থলে এসে পৌছায় আমডাঙা থানার পুলিশ।