করোনা আবহেই আজ থেকে চালু হচ্ছে মুম্বইয়ের লোকাল ট্রেন

0
1

করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মাঝেই এবার মুম্বইয়ে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েই আজ সোমবার থেকে লোকাল ট্রেন চলবে বলে জানিয়েছে প্রশাসন। সাধারণ যাত্রীরা এখনই এই পরিষেবা পাবেন না। স্টেশনগুলিতে ভিড় না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে। জানানো হয়েছে, সোমবার সকাল থেকেই লোকাল ট্রেন চালানো হবে। ১৫ মিনিট অন্তর চলবে রাত ১১ টা পর্যন্ত। আপাতত, সবচেয়ে বেশি ট্রেন চালানো হবে চার্চগেট ও ভিরার রুটে৷ কম ট্রেন চলবে ধানু রোড রুটে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রেনগুলিতে ১২০০ যাত্রীর বদলে ৭০০ যাত্রী বহন করবে।