এবার হোম কোয়ারেন্টাইনে মদন মিত্র। সপরিবারে ভবানীপুরের বাড়িতে বন্দি বা কোয়ারেন্টাইনে।
দিন তিনেক আগে, তৃণমূলের প্রাক্তন পরিবহনমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে পরিবারের কাজের লোক সহ পাড়ায় বিভিন্ন বাড়িতে নানা কাজের সঙ্গে যুক্তদের কোভিড-১৯ টেস্ট করান। সোমবার তাঁর বাড়িতে কাজ করেন পরিচারিকাটির কোভিড-১৯ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে কেপিসি হাসপাতালে ভর্তি করেন এবং পরিচারিকার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠান। এছাড়া তৃণমূল নেতা নিজেই স্বপরিবারে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।