দিল্লিতে বাড়বে না লকডাউনের মেয়াদ, টুইট কেজরিওয়ালের

0
1

দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে । স্বাভাবিকভাবেই সবাই মনে করেছিলেন ফের বাড়বে লকডাউন। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই জল্পনায় জল ঢেলে দিলেন । তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এরকম কোনও পরিকল্পনা নেই’।
সোমবার টুইটারে এই ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল ।
সম্প্রতি দিল্লিতে লকডাউন বৃ্দ্ধি নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে ।
লকডাউন নিয়ে খোদ মুখ্যমন্ত্রী টুইটে স্পষ্ট লেখেন, ‘অনেকেই জানতে চাইছেন, দিল্লিতে ফের লকডাউন ঘোষণা হচ্ছে কিনা। এখনও পর্যন্ত এমন কোনও পরিকল্পনা নেই।’
প্রসঙ্গত, আজ পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪১, ১৮২। দেশে যে সব রাজ্যে করোনা সংক্রমণ হয়েছে তাতে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞদের মতে, লকডাউন না বাড়ালেও সংক্রমণ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তা নিয়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ নিক দিল্লি প্রশাসন ।