Big Breaking: আইসিএসই এবং আইএসসি বাকি পরীক্ষা ঐচ্ছিক

0
3

করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা জুলাই মাসে নেওয়া হবে বলে স্থির হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে নয়া সিদ্ধান্ত নিল কাউন্সিল।

সোমবার এক নির্দেশিকা জারি করে কাউন্সিল জানিয়েছে, যে পরীক্ষাগুলি বাকি রয়েছে তা ঐচ্ছিক করা হলো। অর্থাৎ স্থগিত হওয়া পরীক্ষা নাও দিতে পারেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেবেন না তাঁদের প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। পরীক্ষার্থীদের সিদ্ধান্ত দ্রুত স্কুলগুলিকে জানাতে বলেছে কাউন্সিল। কারা পরীক্ষা দেবেন এবং কারা দেবেন না সেই তালিকা ২২ জুনের মধ্যে কাউন্সিলকে দেবে স্কুলগুলি।