এই কঠিন দিনেও মাছবাজার ইলিশময়। ঢালাও বিক্রি মানিকতলা বাজারে। তবে দাম যথেষ্ট বেশি। সোমবার সকালের খবর: 600-700 গ্রাম ওজনের মাছ কিলো আটশ টাকা। এক কিলো ওজনের মাছ হাজার টাকা। বারোশো থেকে দেড়কিলো ওজনের মাছ ষোলশ টাকা কিলো।
মাছবাজার বলছে, এবার ইলিশ উঠছে প্রচুর। কিন্তু কেনার লোক তুলনায় কম। একদম বেশি ওজনের বেশি দামের মাছের বিক্রি তলানিতে।
ছবি: পিন্টু পাল।