আবার স্কুলের ফি বৃদ্ধি নিয়ে উত্তাল বাঁশদ্রোণীর ডি’পল স্কুল। এবার অবিবেচকের মতো ফি বৃদ্ধির অভিযোগ। আশ্চর্যের বিষয় হলো স্কুলের প্রিন্সিপাল বলেছেন, যদি বেসরকারি স্কুলে পড়াতে নে পারেন, তাহলে চলে যান সরকারি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, স্কুল হচ্ছে না, তা সত্ত্বেও প্রায় ২০% বেতন বৃদ্ধি করে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকরা বলেন, এই অস্বাভাবিক পরিস্থিতিতে বহু অভিভাবক বেতন কম পাচ্ছেন, কারওর চাকরি গিয়েছে, আবার কারওর ব্যবসা প্রায় বন্ধ। সকলের দাবি ছিল স্কুলের অন্যান্য ফিজ ও বেতন ৫০% কমানোর। কিন্তু সে জায়গায় বেতন বৃদ্ধি হয়েছে ১৮%। অভিভাবকদের দাবি, ফিজ বৃদ্ধি স্থগিত হোক, আগের বেতনও কমানো হোক।