এই মুহূর্তে এশিয়ার দেশগুলির মধ্যে করোনায় মৃত্যু সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ভারত। এরইসঙ্গে প্রতিদিনই ১০ হাজার বা তার বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও বাড়ছে লাফিয়ে।
ধারাবাহিকতা বজায় রেখে শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩২৫ জন রোগীর। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪। মৃত্যু হয়েছে মোট ৯ হাজার ৫২০ জন রোগীর।
তবে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন রোগী। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।