চোখের জলে শেষ বিদায়, শেষকৃত্য করলেন বাবা

0
1

ভিলেপার্লের হিন্দু মহাশ্মশানে সম্পন্ন হল সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য। সুশান্তের বাবা ছেলের মুখাগ্নি ও অন্যান্য রীতি পালন করেন। ছিলেন রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয়, পূজা চোপড়া, কৃতি শ্যানন, অভিষেক কাপুর, প্রজ্ঞা কাপুর-সহ আরও অনেকে। চোখের জলে শেষ বিদায় জানান সুশান্তের পরিবারের অন্যান্য সদস্যরাও।