রাজ্যে অনলাইন ভোটের দাবি তুলবে বঙ্গ-বিজেপি, হবে একধিক ভার্চুয়াল সভা

0
1

পঞ্চায়েত থেকে লোকসভা, রাজ্যে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে অনলাইন ভোটের দাবি তুলতে চলেছে বঙ্গ-বিজেপি৷ বিষয়টি গুরুত্ব দিয়েই বিবেচনা করা হচ্ছে।
পাশাপাশি, রাজ্য বিজেপি অনলাইন সভা করার কথাও ভাবছে৷ করোনা এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অনলাইন সভাও করবে বঙ্গ-বিজেপি৷ প্রসঙ্গত, করোনা আবহে নিজেদের রাজনৈতিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় নেতারা দেশজুড়ে ৭০টির বেশি ভার্চুয়াল সভা করছে৷ দলীয় সূত্রের দাবি, প্রায় সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ শুনেছেন। রাজ্য বিজেপির বক্তব্য, এ রাজ্যের প্রশাসন বিজেপিকে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেয় না। তাই বাংলার মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর ফলে কম সময়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যাবে৷