করোনা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে আমেরিকা। কমছে মৃত্যু। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হল ৩৮২ জনের। যারফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৫ হাজার ৭২৯ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গিয়েছে।
এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে আমেরিকায় চলছে মৃত্যু মিছিল। এই পরিসংখ্যান আমেরিকায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। নইলে গত কয়েকদিন ধরে আমারিকায় মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৮০০ জনের।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। রবিবার রাত সাড়ে ৮ টা (স্থানীয় সময়) পর্যন্ত আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজারেরও বেশি।
করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এত মৃত্যুর পাশাপাশি ধাক্কা খেয়েছে মার্কিন অর্থনীতি।