দুর্নীতির অভিযোগে তুমুল বিক্ষোভ, বাতিল চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া

0
2

​হুগলি-চুঁচুড়া পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তুমুল বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পুরসভার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে৷

পুরসভায় সম্প্রতি ৭৩ জন কর্মী নিয়োগের কথা ছিল। এর মধ্যে ৬৪ জন গ্রুপ- ডি পদে ও ৯ জন কেরানি পদে নিয়োগ হওয়ার কথা। চলতি মাসের ১২ তারিখ পুরসভা কর্মী নিয়োগের জন্য ৫৪ জনের একটি তালিকা প্রকাশ করে। কিন্তু তালিকা প্রকাশের পরই দেখা যায় এই তালিকায় কাউন্সিলরদের নাম আছে, কাউন্সিলরদের নিকট আত্মীয়দের নামও আছে৷ এরপরই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এনে বাম ও বিজেপি আলাদাভাবে আন্দোলন শুরু করে৷ এদিকে, এই তালিকা প্রকাশের প্রতিবাদে সোমবার পুরসভার সামনে অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একইসঙ্গে বাম ও বিজেপি দুই বিরোধী রাজনৈতিক দলও বিক্ষোভ দেখাতে থাকে। তিনমুখী এই আন্দোলনে কার্যত বেসামাল হয়ে পড়েন পুর প্রশাসক৷ নিয়োগে এই অনিয়ম নিয়ে ওঠা অভিযোগের কোনও জবাব তিনি দিতে পারেননি৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ যায়। সেই অভিযোগ পেয়ে সাংসদ বিষয়টি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানান৷ এর পরই পুরমন্ত্রীর নির্দেশে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে৷