সুশান্তের অকাল মৃত্যু নিয়ে একটিও শব্দ নেই কেন ধোনির মুখ থেকে!

0
2

যার চরিত্র অভিনয় করে সুশান্ত সিং রাজপুত এসেছিলেন পাদপ্রদীপের আলোয়, তিনি এখনও অদ্ভুতভাবে নীরব। কেন?

‘ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবি করার সময় সুশান্তকে নিয়ে দিনের পর দিন ঘুরেছেন, গল্প করেছেন, তিনি কেমন তা বুঝিয়েছেন, ফলে দু’জনের সম্পর্ক তৈরি হয়েছিল। অথচ সেই মহেন্দ্র সিং ধোনির একবিন্দু প্রতিক্রিয়া নেই সুশান্তের মৃত্যুর পর! লতা মঙ্গেশকার থেকে শচীন টেন্ডুলকার, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই সুশান্তর মৃত্যুতে শোক বার্তা লিখেছেন। ধোনি একটি শব্দও উচ্চারণ করলেন না! অথচ সবেচেয়ে আগে যার মুখ খোলার কথা! এ কেমন উদাহরণ তৈরি করছেন ভারতীয় ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক!