কেন নতুন চিকিৎসককে দায়িত্ব বোঝালেন না পুরোনো বিএমওএইচ? বিক্ষোভ ঝাড়গ্রামে

0
1

চিকিৎসক বদলি নিয়ে উত্তেজনা ঝাড়গ্রামের মোহনপুরে। বদলির পর দায়িত্ব না বুঝিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালের সামনে।

ক্ষোভের মুখে পড়েন ঝাড়গ্রামের প্রাক্তন বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। ঝাড়গ্রামের মোহনপুর গ্রামীণ হাসপাতালের ওই বিএমওএইচকে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মানসিক হাসপাতালের ডেপুটি সুপার পদে বদলি করা হয়। তাঁর জায়গায় তপসিয়া গ্রামীণ হাসপাতালের অধীনে নোটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার মানিক সিংকে বসানো হয়।

ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারির প্রকাশ মৃধা জানান, ‘বদলির অর্ডার হওয়া সত্ত্বেও দায়িত্ব হস্তান্তর করেননি পুরোনো বিএমওএইচ। উল্টে অসহযোগিতা করেছেন। তাই বাধ্য হয়ে মানিক সিংকে দায়িত্ব হস্তান্তর করা হয়।’

অভিযোগ, এদিন ওই বিএমওএইচ গাড়ি নিয়ে বের হওয়ার সময় হাসপাতালের গেটে স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ওই সময় তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।

যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘গাড়ি ঘোরানোর সময় সিমেন্টের খুঁটিতে ধাক্কা লেগে কাঁচ ভেঙে গিয়েছে।’