সুশান্তর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। একদম ঘনিষ্ঠ মহলের সূত্র জানাচ্ছে সুশান্ত ও তার বন্ধুরা বান্দ্রার ফ্ল্যাটে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎই সুশান্ত সেই আড্ডা থেকে উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে যান। এরপর দরজা বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ পরেও তিনি বেরিয়ে না আসায় বন্ধুরা দরজা ভাঙেন। দেখেন সিলিং থেকে ঝুলছেন অভিনেতা-পরিচালক। ফোন করে পুলিশকে জানায় পরিচারক। প্রশ্ন, ঘরের মধ্যেই এই ধরণের ঘটনা ঘটছে, বন্ধুরা রয়েছেন, তারা টের পেলেন না? পুলিশকে ফোন করে তাঁরা খবর না দিয়ে পরিচারক কেন খবর দিল? এই ঘটনায় রহস্য বেড়েছে। ফলে বাড়িতে আড্ডা দিতে যে বন্ধুর এসেছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
সুশান্ত মানসিক অবসাদের ভুগছিলেন। বিগত প্রায় ৬ মাস ধরে তার চিকিৎসা চলছিল। অসুস্থ ছিলেন। ঘরে বেশ কিছু প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। তাহলে! পুলিশ না সময় রহস্য সমাধান করবে!




























































































































