রেশন দুর্নীতির অভিযোগে তুলকালাম কোচবিহারের তুফানগঞ্জ। নাককাটিগাছ পঞ্চায়েতের চামটা গ্রামের লোহাগাড়ি এলাকায় রেশনের আটা,গম পাচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। খাদ্য দফতরের ইন্সপেক্টর সুভাষ লিম্বুকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে লোহাগাড়ি এলাকার একটি রেশন দোকান থেকে ১৮ বস্তা আটা ও ২ বস্তা গম নিয়ে যাচ্ছিল একটি ভুটভুটি। সেই সময় স্থানীয়দের নজরে আসে। ভুটভুটি আটকে দেয় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় তুফানগঞ্জ খাদ্য দফতরে। খাদ্য দফতরের এরিয়া ইন্সপেক্টর রেশনে মজুত করা জিনিসে অসংগতি পেয়েছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দাদের কথায়, রেশন দোকান থেকে বহু জিনিস পাচার করা হচ্ছিল। রেশন দোকান দীর্ঘদিন ধরেই খাদ্য সামগ্রী কম দিয়ে আসছে বলে জানান তাঁরা। এর আগেও একাধিকবার চেষ্টা করেও ধরা সম্ভব হয়নি বলে বক্তব্য স্থানীয়দের।
রেশনের মালিক তুলসী বসাকের বক্তব্য, “সকালে দোকানের কর্মচারী ফোনে বিস্তারিত জানান। আমার দোকানের কোন জিনিস পাচার হয়নি। পাশে এক ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে আটা ও গম কিনত। সেই পাচার করছিল বলে অনুমান।” তুফানগঞ্জ খাদ্য দফতরের আধিকারিক সুভাষ লিম্বু জানান, “রেশনের দোকানে মজুত মালে অমিল রয়েছে। আমরা বিষয়টি উপর মহলে জানাব। ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পূর্ণ তদন্ত হবে।”






























































































































