বাইকের চাকার টিউবের মধ্যে সোনা! হ্যাঁ, চোরাই সোনা পাচার করতে নতুন নতুন পন্থায় বিস্মিত বিএসএফ জওয়ানরা।
ঘটনা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। শুক্রবার সন্ধেয় ৩০-এর এক যুবক বাইকে যাচ্ছিলেন। নাম পরেশ রায়। বিএসএফ তাকে বাইক থামাতে বললেও থামায়নি। ফলে ধাওয়া করে জওয়ানরা। অবশেষে পাকড়াও। শুরু হয় তল্লাশি। টানা তল্লাশিতে কিছু না পেয়ে এবার বাইকটির তল্লাশি শুরু হয়। কিন্তু বাইকটির প্রত্যেকটি অংশ খুলে ফেলেও সোনার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ জওয়ানদের কাছে নির্দিষ্টভাবে ওই বাইক আরোহীর ব্যাপারে খবর ছিল। এরপর চাকা খুলতে গিয়ে ভারী টিউব দেখে সন্দেহ হয়। শেষে তা কাটতেই বেরিয়ে আসে সোনার বার। মোট ৩০টি। ওজন প্রায় দু কেজি। মূল্য কম করে দু কোটি টাকা। সীমান্ত থেকে পরেশ সোনা নিয়ে আসছিল স্বরূপনগরের দিকে। এছাড়া জওয়ানরা তার কাছ থেকে মালয়েশিয়ার টাকা উদ্ধার করে। আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত পরেশ যুক্ত বলে ধারণা জওয়ানদের। গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। আজ, রবিবার বসিরহাট আদালতে তুলে তাকে হেফাজতে নেওয়া হবে।





























































































































