সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষত সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই অপূরণীয়।

কিন্তু করোনা আবহের মধ্যে আমফান বিপর্যয় নিয়েও গোটা বাংলা কোথাও যেন ঐক্যবদ্ধ রয়েছে। বাংলার পুনর্গঠনের লড়াইয়ে সামিল ইস্টবেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় ফ্যান ক্লাব “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার (ইবিআরপি)”। শুধুমাত্র একটি ফুটবল ক্লাবের সমর্থক হয়ে থাকাই নয়, বছরে ৩৬৫দিন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করার ব্রত নিয়ে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার।

তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ও কার্যকলাপের অতীত গৌরব এবং ঐতিহ্যকে মাথায় রেখে প্রোজেক্ট “Ctrl + Z Bengal”-এর মাধ্যমে বাংলাকে পুনর্গঠনের প্রয়াসে আত্মনিয়োগ করেছে ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার। তাদের নিজস্ব প্রোজেক্ট “Ctrl + Z Bengal”-এর মাধ্যমে বাংলাকে পুনর্গঠনের প্রয়াসে নেমেছে লাল-হলুদ ফ্যান ক্লাবটি।

এদিন সুন্দরবনের আমফান দুর্গতদের মধ্যে ২,৫০০ কেজি ত্রাণবন্টন করলো ইবিআরপি। তাদের ত্রাণে কী কী ছিল, দেখুন একনজরে—
১) খাদ্যদ্রব্য, ত্রিপল, ওষুধ ইত্যাদি।
২) ১০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।
৩) স্থানীয় জলাশয়গুলির সংস্কারে সহায়তার জন্য ব্লিচিং পাউডার, পটাশ এবং চুন স্থানীয় প্রশাসনিক সংস্থার হাতে তুলে দেওয়া।

৪) প্রায় ২০০ গ্রামবাসীর মধ্যে সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
৫) স্থানীয় বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীদের মধ্যে বইখাতা, পেন-সহ শিক্ষা সামগ্রী বিতরণ।






























































































































