ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্প হলেও যদিও এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করেনি জাপান সরকার।
জানা গিয়েছে শনিবার স্থানীয় সময় গভীর রাত ১২.৫১ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম জাপান উপকূলে কম্পন অনুভূত হয়। আমামি-ওশিমা দ্বীপেই মূলত এই কম্পন অনুভূত হয়। কাগোশিমা অঞ্চলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। যা প্রায় অনেকটাই বেশি। মাটি থেকে ১৬০ কিমি অভ্যন্তরে ওই দ্বীপপুঞ্জে কম্পনের উপকেন্দ্র। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনও খবর নেই।