দায়িত্ব নিয়ে দড়ি টানাটানি, নিভছে না রাস্তার বাতি

0
3

দায়িত্ব নিয়ে টালবাহানায় দিনরাত রাস্তায় জ্বলছে আলো।

৪ দিন হয়ে গেলেও রহড়া- সাইবন রোডে নিভছে না রাস্তার বাতি। দিন-রাত কোনও কর্মীর দেখা নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই এরকম ভাবে রাস্তার বাতিস্তম্ভে আলো জ্বলে থাকে। এই বিল তাঁদের ঘাড়েই চাপে বলে অভিযোগ স্থানীয়দের। আবার খারাপ হলে দিনের পর দিন সারানো হয় না।
খড়দহ পুরসভার মেয়াদ শেষ। ফলে পুরসভায় ফোন করলে কেউ ফোন তোলেন না বলে অভিযোগ। বিদ্যুৎ সরবরাহের অফিসে জানালে তারা বলে খড়দহ পুরসভার ব্যপার। বিলের বোঝা ও বিদ্যুৎ অপচয়ের বিরুদ্ধে সরব খড়দহবাসী।