ভারতে করোনা: মৃত‍্যুসংখ‍্যা ৯ হাজার ছাড়াল, নতুন আক্রান্তের রেকর্ড

0
1

রবিবার সকালেই ৯ হাজারের গন্ডি পেরিয়ে গেল ভারতে করোনায় মৃত‍্যুসংখ‍্যা। মৃত্যুর হার সামান্য বেড়ে হয়েছে ৯১৯৫। আক্রান্তের সংখ‍্যাতেও নয়া রেকর্ড।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের করোনায় মৃত‍্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,৯২৯ জন। ফলে ভারতে মোট কোভিড আক্রান্ত ৩ লক্ষ ২০ হাজার ৯২২। আ্যকটিভ কেস ১ লক্ষ ৪৯ হাজার ৩৪৮। মৃত ৯১৯৫। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯ জন।