বলিউডের তরুণ প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুতে গভীর শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বড় অসময়ে চলে গেলেন এই উজ্জ্বল তরুণ অভিনেতা। টিভিই হোক বা চলচ্চিত্র, সর্বত্র তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অত্যন্ত শক্তিশালী অভিনেতা হিসাবে তিনি আমাদের হৃদয়ে থেকে যাবেন। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁম শান্তি।