করোনা আতঙ্কে স্বেচ্ছা রক্তদান শিবিরগুলো অধিকাংশই বাতিল হয়েছে। লকডাউন চলায় এমনিতেই রক্তদাতাদের যানবাহন চলাচলে বিধিনিষেধে হাসপাতাল যাতায়াত করাটা সমস্যা। অথচ রক্তের চাহিদা বাড়ছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। জমায়েত বন্ধ থাকার দরুন রক্তদান শিবিরগুলি করা যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছে হাসপাতালগুলি। এই অবস্থায় রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এল মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি । তবে দূরত্ব ও অন্যান্য নির্দেশিকা মেনে হয়েছে এই শিবির। এমনকি প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং ও বডি স্যানিটাইজেশনের ব্যবস্থাও ছিল এই শিবিরে ।
কলকাতার নেবুতলা কবাডি ক্লাবের এই শিবিরে এদিন প্রচুর মানুষ রক্ত দেওয়ার উদ্দেশে উপস্থিত ছিলেন । চিকিৎসক থেকে রক্ত সংগ্রহকারী প্রত্যেকেই গ্লাভস, মাস্ক, পিপিই এর মতো সুরক্ষা বিধি নিয়েই শিবির পরিচালনা করছিলেন । উদ্যোক্তাদের পক্ষে সজল ঘোষ বলেন, লকডাউন পরবর্তী সময়ে রক্তের চাহিদা সবচেয়ে বেশি । করোনার পাশাপাশি প্রচুর মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছেন । তাদের কথা ভেবেই সব সুরক্ষা বিধি মেনেই এই শিবিরের আয়োজন করা হয়েছে । বিবেক যদি সাড়া দেয় তবে আরও মানুষকে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসতে হবে ।
রক্তের জোগান যাতে ঠিক থাকে, সেই বিষয়টি দেখার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.