মানবিকতার নজির, হাইওয়েতে গাড়ি থামিয়ে বাইক দুর্ঘটনায় আহত মহিলার পাশে লকেট

0
1

লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী থেকে কীভাবে জনগণের নেত্রী হয়ে ওঠা যায়, সেটা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন বিজেপি সাংসদ। ফের একবার লকেটের মানবিক মুখ দেখলো মানুষ।

হুগলিতে রক্তদানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সিঙ্গুর হয়ে ফিরছিলেন। সেই সময়ই এক দুর্ঘটনা। রাস্তায় গাড়ি থামিয়ে দুর্ঘটনায় জখম হওয়া এক মহিলার চিকিৎসার ব্যবস্থা করতে বিন্দু মাত্র সময় নষ্ট করেননি বিজেপিও নেত্রী। গাড়ি থেকে নেমে জখম মহিলার শুধু পাশে দাঁড়ানোই নয়, তাঁর চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করলেন হুগলির সাংসদ। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

একটি অনুষ্ঠান সেরে সিঙ্গুর যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায়। রাস্তাতেই নাদা কালীতলার কাছে একজন মহিলাকে বাইক থেকে পড়ে যেতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দুর্ঘটনায় পড়া ওই মহিলাকে সাহায্য এগিয়ে যান লকেট। তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের নির্দেশ দেন, জখম ওই মহিলাকে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য।

এই ঘটনার পর লকেটের প্রতিক্রিয়া, “হাইওয়ে বা কোনও রাস্তায় দুর্ঘটনা হলে মানুষ পড়ে থাকে। আর পাস দিয়ে গাড়ির পর গাড়ি চলে যায়। কেউ ফিরেও তাকায় না। ওই গাড়িগুলো যদি আমার মতো দাঁড়াত তাহলে দুর্ঘটনায় মৃত্যুর হতো না অনরকেরই। রাস্তায় বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আমাদের মানবিক কর্তব্য। যদি কেউ রাস্তায় দুর্ঘটনায় আহত হন, তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই মানবিকতা যদি সবার মধ্যে থাকে, তাহলে পথ দুর্ঘটনায় মৃত্যু এড়ানো যাবে। আমরাও আমাদের প্রিয়জনদের অকালে হারাব না। সবাইকে সাহস করে মানবিক ভাবে এগিয়ে আসতে হবে। দুর্ঘটনার কবলে পড়া মানুষ আমার-পরিবারের লোকও হতে পারে।”