মার্কিন সেনাবাহিনীতে যোগ শিখকন্যার, আমেরিকায় ইতিহাস সৃষ্টি

0
1

আমেরিকার ইতিহাসে প্রথমবার। ভারতীয় বংশোদ্ভূত শিখকন্যা আনমোল নারাঙ্গ যোগ দিলেন মার্কিন সেনাবাহিনীতে। ওয়েস্ট পয়েন্টের ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমি থেকে শনিবার স্নাতক হলেন তিনি।

স্নাতক উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনমোলের দাদু একসময়ে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। হাইস্কুলে পড়ার সময়েই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুতে অবস্থিত পার্ল হার্বার ন্যাশনাল মিউজিয়াম দেখে ফেরার পরই ওয়েস্ট পয়েন্টে আবেদন জমা দেন তিনি। সেখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।

গ্র্যাজুয়েট হওয়ার পর ওখলাহোমার লটনের ফোর্ট সিল থেকে ‘বেসিক অফিসার লিডারশিপ’ কোর্স শেষ করবেন বলে জানিয়েছেন আনমোল নারাঙ্গ। কোর্স শেষ হলে ২০২১ সালের জানুয়ারি মাসে কাজে যোগ দেবেন তিনি। তাঁকে প্রথম পোস্টিং দেওয়া হবে জাপানের ওকিনাওয়াতে।

সেকেন্ড লেফট্যানেন্ট আনমোল বলেন, “আমি উচ্ছ্বসিত এবং গর্বিতও। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করতে পেরেছি। জর্জিয়ায় আমার পরিবার রয়েছে। তাঁদের সব সময় পাশে পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”