রাতভর এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে নিকেশ দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি

0
1

করোনা আবহের মধ্যেই ভোররাত থেকেই শুরু গুলির লড়াই। এনকাউন্টারে জম্মু ও কাশ্মীরের কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। মৃত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে।

খতম জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, তিনটি গ্রেনেড-সহ প্রচুর উন্নতমানের অস্ত্র। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন সেনা জওয়ানরা।

গোপন সূত্রে, কুলগামে জঙ্গিদের কার্যকলাপের খবর পেয়েই শুক্রবার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের নিপোরাতে অভিযান শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। যৌথ তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনাও। গুলির লড়াইয়েই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

অন্যদিকে, বন্দিপোরা-শ্রীনগর রোডে এরিন নদীর উপর সেতুর কাছে শনিবার সকালে একটি সিলিন্ডার ও একটি টাইমার-সহ আইডি উদ্ধার হয়। তবে, উদ্ধারের পরই ওই সন্দেহভাজন আইইডি নিস্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।