‘চোকহোল্ড’ পদ্ধতি বন্ধের দাবি নিয়ে কী বললেন ট্রাম্প?

0
1

আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত‍্যুর পর মার্কিন পুলিশের ‘চোকহোল্ড মেথড’ পরিবর্তনের দাবি উঠেছে দেশজুড়ে। অভিযুক্তদের বাগে আনতে আমেরিকার ধৃতের ঘাড় পেঁচিয়ে ধরার পুলিশি কায়দাকেই বলে চোকহোল্ড পদ্ধতি। বিপজ্জনক এই প্রক্রিয়ায় অনেক সময় অভিযুক্তদের প্রাণসংশয়ের আশঙ্কাও থাকে। ফ্লয়েডের মৃত্যুর পর অভিযোগ উঠছে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম‍্যমূলক মনোভাব থেকেই এই পদ্ধতি আকছার ব‍্যবহার করে মার্কিন পুলিশ। অবিলম্বে এই পুলিশি প্রথা বন্ধ করা হোক।

এই ‘চোকহোল্ড মেথড’ নিষিদ্ধ করার দাবি নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র চোকহোল্ড পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়। কিন্তু বিপজ্জনক ও ব‍্যতিক্রমী পরিস্থিতিতে তার প্রয়োজন হতেও পারে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পুলিশ কাউকে ধরতে গেলে সে যদি মারপিট করে, তাকে বাগে আনতে এটা ব‍্যবহার করা যেতে পারে। চোকহোল্ড বিশেষ পরিস্থিতিতে খুবই কার্যকর হয়। একইসঙ্গে ট্রাম্প অবশ‍্য এও বলেন, চোকহোল্ড মেথড নিষিদ্ধ করার জন্য তিনি সুপারিশ করবেন। ট্রাম্প বলেন, আমি চাই আইনরক্ষায় পুলিশ হোক সংবেদনশীল। শৃঙ্খলা বজায় রাখতে কঠোরতাও অনেকসময় সংবেদনশীলতা প্রকাশের সবচেয়ে ভাল পথ হয়ে ওঠে।