আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে কলকাতার রাস্তায় শুরু হতে চলেছে ট্রাম পরিষেবা। পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত এক কামরার ট্রাম চালানো হবে। এ ব্যপারে কাজও শুরু করে দিয়েছে। বালিগঞ্জ থেকে টালিগঞ্জে ট্রাম চালিয়ে ট্রায়ালও হয়েছে। পরিবহন দফতর সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে খিদিরপুর, এসপ্ল্যানেড থেকে হাতিবাগান, বালিগঞ্জ থেকে টালিগঞ্জ এই তিন রুটে প্রথম পর্যায়ে ট্রাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথমে চালু হবে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুট। এ ক্ষেত্রেও যাত্রীদের জন্য মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার বাধ্যতামূলক। কন্ডাক্টর কাছে চেষ্টা করা হচ্ছে থার্মাল গান রাখার। এ ছাড়া আসন না পেলে যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে পরিষেবা চালু করতে গিয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, আমফানের কারণে শহরের একাধিক জায়গায় গাছ পড়ে ক্ষতি হয়েছে ট্রাম লাইনের। দ্রুত সেই লাইন সারানোর কাজও শুরু হয়েছে৷ একাধিক জায়গায় ট্রামের তার ছিঁড়ে গেছে। সেই তার নতুন করে জোড়ার কাজ এখনও পরিবহন নিগম করে উঠতে পারেনি। পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত এক কামরার ট্রাম চালানো হবে। ইতিমধ্যেই বিভিন্ন ডিপোতে এক কামরার ট্রাম তৈরিতে জোর দেওয়া হচ্ছে।