কাল, রবিবার, ১৪ জুন থেকে কলকাতার বুকে চালু হচ্ছে ট্রাম। সকাল ৭টা থেকে রাত্রি ৮টা অবধি ট্রাম চলবে। মূলত অফিস যাত্রীদের কথা মাথায় রেখেই দ্রুত ট্রাম রাস্তায় নামানো হচ্ছে। প্রাথমিকভাবে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম চলবে। ৪০মিনিট অন্তর ট্রাম পাওয়া যাবে। কিন্তু সমস্ত রুটে কেন ট্রাম চালু হলো না? পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আমফানের কারণে সমস্ত এলাকায় ট্রামের তার এখনও জোড়া লাগানো যায়নি। সেই কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।