মর্মান্তিক! মহানগরের রাস্তায় সারমেয়র গলাকাটা দেহ

0
1

বিস্ফোরক বোঝাই ফল অন্তঃসত্ত্বা হাতিকে খাইয়ে মেরে ফেলার ঘটনা রেশ কাটতে না কাটতেই পশুদের উপর নৃশংসতার নানা খবর মিলছে দেশের বিভিন্ন প্রান্তে। এবারের ঘটনা খাস কলকাতা শহরে। কলেজস্ট্রিটের বিখ্যাত শরবতের দোকানের সামনের ফুটপাতে একটি সারমেয়র ছিন্নভিন্ন দেহ পাওয়া গেল। মাথাটা দেহ থেকে একেবারেই আলাদা- দেখে মনে হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে সেটা দেহ থেকে আলাদা করা হয়েছে। সামনের একটি পাও উধাও। অ্যান্টনি ডিসুজা নামে এক ব্যক্তি ফেসবুকে এই বিষয়টা নিয়ে লাইভ করেন। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ সেটা দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন মানবাধিকার কর্মী সোমনাথ বিশ্বাস। তিনি বিষয়টি আমহার্স্টস্ট্রিট থানায় জানানোর পরামর্শ দেন। তারপরে নিজেই সেখানে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন।

সারমেয়র দেহটি বরফে সংরক্ষণ করেন। ছুটি থাকায় শনি, রবিবার ময়নাতদন্ত সম্ভব নয়। সেই কারণে সোমবার বেলগাছিয়া পশু হাসপাতলে ময়নাতদন্ত হবে।
এ বিষয়ে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন সোমনাথ বিশ্বাস। তবে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় সরকার এবং মনেকা গান্ধীর কাছে কাছেও ই-মেল করে পুরো বিষয়টি জানিয়েছেন। কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি দুর্ঘটনা কি না তাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সারমেয়র একটি পা এবং দেহের খানিকটা অংশ উধাও হয়ে যাওয়ার ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের।