হঠাৎ স্বাদ-গন্ধ না পাওয়া করোনার লক্ষণ হতে পারে: স্বাস্থ্য মন্ত্রক

0
1

খাবারের স্বাদ পাচ্ছেন না? বা গন্ধ পেতে সমস্যা হচ্ছে? এই উপসর্গ করোনার হতে পারে। এই দুই লক্ষণকে করোনাভাইরাসের উপসর্গের তালিকায় যোগ করেছে কেন্দ্র।

শনিবার ন্যাশনাল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল কোভিড-১৯’ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে উল্লেখ করা হয়েছে, রোগীর শ্বাসজনিত সমস্যার আগে গন্ধ না পাওয়া বা স্বাদ হারিয়ে ফেলার খবরও মিলেছে। এক বিশেষজ্ঞ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সময় অনেকেই স্বাদ বা গন্ধ পান না। এই স্বাদ গন্ধ না পাওয়ার বিষয়টি করোনা সংক্রমণের প্রাথমিক উপসর্গ হতে পারে। গন্ধ না পাওয়া এবং বিস্বাদকে করোনার উপসর্গ হিসেবে শনিবার চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক।

গত মাসের গোড়ার দিকে করোনার উপসর্গের তালিকায় এই দুই লক্ষণকে অন্তর্ভুক্ত করেছিল আমেরিকা জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথা সিডিসি। ‘ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ২৭ শতাংশ করোনা আক্রান্তের জ্বর, ২১ শতাংশের কাশি, ১০ শতাংশের গলা ব্যথা, আট শতাংশ শ্বাসকষ্টজনিত সমস্যা, সাত শতাংশের দুর্বলতা, তিন শতাংশের সর্দি এবং ২৪ শতাংশ রোগীর অন্যান্য উপসর্গ ধরা পড়েছে।