বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মহম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে শনিবার মারা গেলেন। এই মাসের শুরুতে জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন সত্তোরোর্ধ এই রাজনৈতিক নেতা। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অবশেষে শনিবার তাঁর জীবনাবসান হয়।