যেদিন করোনা আক্রান্ত ৪০ পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, সেদিনই মৃত্যু হলো এক পুলিশকর্মীর। করোনায় আক্রান্ত হয়ে শহরে এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হলো। শিয়ালদহ ট্রাফিক গার্ডের ওই কনস্টেবল বেশ কয়েকদিন আগে অসুস্থ হন। পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর কিডনির সমস্যাও ছিল। দু’দিন আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
We deeply mourn the untimely demise of Constable Dilip Sardar, who was posted in Sealdah Traffic Guard. He was affected with #COVID19 and was at the forefront of our #FightAgainstCorona#SaluteBraveheart#RIP pic.twitter.com/OeXQN8nI6u
— Kolkata Police (@KolkataPolice) June 13, 2020