আগামী সপ্তাহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শনিবার দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে সারলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন-সহ কেন্দ্রের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রিন্সিপাল সেক্রেটারিরা। সূত্রের খবর, রাজধানী-সহ দেশের একাধিক রাজ্য এযেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেই বিষয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়।
প্রশ্ন উঠছে তাহলে কি ফের লকডাউন চালু হতে পারে দেশে? অথবা যেসব জায়গায় সংক্রমণ বাড়ছে সেখানে পুরোপুরি লকডাউন চালু হবে? আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই এই বিষয়ে স্পষ্ট জানা যাবে। তবে আনলক পরিস্থিতিতে দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগে কেন্দ্র।